বেইজিংয়ের দূর্গা পূজা

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : মায়ের  নিজের দেশ কৈলাশ  পর্বত চিনে অবস্থিত ,কিন্তু বেইজিংয়ে  মাত্র ২০ ঘর বাঙালির বাস ,তাই  তারা মজা  করে বলে একমাত্র এইখানে  মাকে  ডোমেস্টিক  ট্রাভেল করতে হয় ।গত  বছর থেকেই তারা এই দুর্গাপুজোটি শুরু করে  স্থান বেইজিংয়ের  ভারতীয় দূতাবাসের উল্টোদিকে স্থান বোম্বে স্পাইস নামক একটি  ভারতীয় রেস্তোরা  তে । তবে ছুটির দিনে এই খানে  পুজো  হয় ,প্রথম দিন সপ্তমী ও অষ্টমীর পুজো  হয় এবং পরের দিন নবমী  ও দশমীর পুজো হয় ,কোনো স্পনসর না পাওয়াতে নিজেরাই  চাঁদা  তুলে পুজো করেন এই ২০ ঘর বাঙালি  সঙ্গে চিনে  পাঠরত  পড়ুয়ারাও তাতে সামিল হন । পুজোর মেন্যু তে থাকে  খিচুড়ি লাবড়া আলুরদম ,পাঁঠার মাংস  ও পায়েস ,রবিবারের মেন্যুতে  অবশ্যই  থাকে ইলিশ মাছ ।এই ছাড়া  অবশ্যই  থাকে  পুষ্পাঞ্জলি ,আরতি ,সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অবশ্যই  থাকে  ধুনুচি নাচ ও সিঁদুর খেলা ।