খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :আগামী ৬ ই অক্টোবর ২০১৯ সালে ব্রিস্টলের হিন্দু মন্দিরে গান্ধী হলে চারদিন জুড়ে এই পুজো অনুষ্ঠিত হবে । পূজাতে পুষ্পাঞ্জলি ও ভোগের সুব্যবস্থা থাকে । এই পুজো এই বছর তৃতীয় বছরে পা রাখলো ।মা দূর্গা কে বোরন করে ঐখানকার ভারতীয় রা সমস্ত অশুভ কে ন্যাস করার ব্রত করেন । ব্রিস্টলের দুর্গাপুজোতে ওই শহরের মেয়র ও কাউন্সিলর রাও যোগদান করেন ।গাড়ি পার্কিংয়ের সুবন্দবস্তু আছে ,নিকট তম মেট্রো স্টেশন হলো লোরেন্স হিল সেখান থেকে পুজো মণ্ডপ ৬ মিনিটের হাটা পথ ।