খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সামন্ত রাজা গোপীনাথ মত্ত স্বপ্নে নির্দেশ পেয়েছিলেন রানীর হাতের কঙ্কন দিয়ে তৈয়ারি করতে হবে মায়ের চতুর্বভূজা অশ্বারোহী মূর্তি ।কনক দূর্গা নামে পূজা দেবেন মা চন্ডি ,সেই থেকে শুরু হয় চিলকগরের রাজবাড়ীর দূর্গা পূজা অনেক খুঁজে পেতে ওডিশা থেকে বানানো হয় রাম চন্দ্র সরঞ্জিকে পুজোর জন্য । এখনো তার বংশধরেরা ওই পুজো করে আসছে । রাজত্ব অবলুপ্ত হওয়ার পরে ধীরে ধীরে পুজো ১৫ দিনের থেকে নেমে এসেছে ৫ দিনে দেবী রক্তমুখী তাই বলি আবশ্যিক ৫ দিন ই অহোরাত্রি চন্ডি পাঠ হয় ,মায়ের কাছে নিবেদন করা হয় ১০-১৫ টি মোষ ও ৫০০ ও বেশি ছাগ । অষ্টমী তে পুজোর সময় শুধু রাজপরিবারের লোকজন রাই থাকে ।পুজো হয়ে গেলে তা সাধারণের জন্য খুলে দেয়া হয় । তার পরে বিতরণ করা হয় বিরাম ভোগ ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...