ডান্ডি অভিযান

খবর ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক :তিনি  ভারতে   ফিরে   এসে  দুঃস্থ   কৃষক  ও  দিন  মজুরদের  সাথে  বৈষম্য  মূলক  কর  আদায়ের  ব্যবস্থা  ও  বহু  বিস্তৃত  বৈষম্যকে  কেন্দ্র  করে  আন্দোলন  গড়ে  তোলেন। ১৯৩০  সালে  গান্ধী  ভারতীয়দের  লবন  করের   বিরুদ্ধে  প্রতিবাদে  ৪০০  কিলোমিটার  (২৪৮ মেইল )  দীর্ঘ  ডান্ডি  লবন  কুচকাওয়াজের  নেতৃত্ব  দেন।  যা  ১৯৪২  সালে  ব্রিটিশ  শাসকদের  প্রতি  সরাসরি  ভারত  ছাড়া  আন্দোলনের  সূত্রপাত  ঘটায় ।