মহাত্মা গান্ধী ও জাতীয় কংগ্রেস

খবর ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক:১৯২১  সালে  মোহন দাস করম   চাঁদ   গান্ধী  ভারতীয়  জাতীয়  কংগ্রেসের  কার্যনির্বাহী দায়িত্ব  প্রাপ্ত  হন।  তার  নেতৃত্বে  পূর্ন   স্বরাজকে  সামনে  রেখে  নতুন  সংবিধান  গ্রহণ  করা  হয়।কংগ্রেসকে  সফলের  জন্য  উন্মুক্ত  করার  জন্য  তিনি  একটি  সদস্য  চাঁদা   সংগ্রহ    অভিযান  শুরু  করেন। কংগ্রেস  দলটি  অভিজাত  ব্যক্তিদের  কেবল  মুক্ত  হয়ে  জন  সাধারনের  দলে   পরিণত হয়।স্বদেশী  বস্তু  গ্রহণ  ও  বিদেশী  বস্তু  বর্জন  এই  ডাকে  সারা  দিয়ে  দলে  দলে  লোক  কংগ্রেস  এ  ভিড়ে  যান  ।  বিশেষ  করে  মহিলাদের  অংশ  গ্রহণ  বিশেষ  ভাবে  উল্লেখ্য।