খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ৭০ তম বর্ষে পদার্পন করলো এই পুজো টি । গোটা মণ্ডপটি কে দেখলে মনে হবে একটি ফুটবল মাঠ সেইখানে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের ফুটবল লড়াইয়ের ছবি কলেজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে । তা পেরিয়ে গোল পোস্টের ধাঁচে তৈরী মূল মণ্ডপ সেইখানে থাকবে ইস্টবেঙ্গলের ছবি ,ফুটবল, গোল পোস্টের , লড়াইয়ের পাশাপাশি থাকবে ইলিশ চিংড়ির লড়াইয়ের মডেল ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...