সিঁথি ইয়ুথ অ্যাথলেটিক

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : ৭০ তম  বর্ষে  পদার্পন  করলো  এই পুজো  টি । গোটা  মণ্ডপটি কে দেখলে  মনে হবে একটি ফুটবল  মাঠ  সেইখানে  ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের  ফুটবল লড়াইয়ের ছবি  কলেজের মাধ্যমে  ফুটিয়ে তোলা  হয়েছে । তা  পেরিয়ে  গোল   পোস্টের  ধাঁচে  তৈরী মূল মণ্ডপ সেইখানে থাকবে ইস্টবেঙ্গলের ছবি ,ফুটবল, গোল পোস্টের , লড়াইয়ের  পাশাপাশি থাকবে ইলিশ চিংড়ির লড়াইয়ের মডেল ।