ত্রিধারা সম্মেলনি

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  এই পুজো এইবার ৭৩ টম বর্ষে পড়লো । এদের থিম এইবার দৃষ্টিকোণ । একই জিনিস নানা মানুষের কাছে নানা ভাবে  ধরা পরে ।জাতি ধর্ম  ও পরিবেশের প্রভাবে  একই ঘটনা কে  বিভিন্ন  মানুষ বিভিন্ন ভাবে  দেখতে  শেখেন ।মণ্ডপে ঢুকে  দর্শকরা  দেখতে  পাবেন  ধর্মের  প্রতীক নারী  মূর্তি সঙ্গে রয়েছে  বিশিষ্ট নারীদের মূর্তিও ,সেই সব মুখ ক্রমশ মা দুর্গার মুখে পরিণত হবে   আসলে  তারা শক্তির প্রতীক ।