খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :হুগলি জেলার হংসেশ্বরী মন্দির ইতিহাসের ঔজ্বল্যে এখনো প্রাণবন্ত । ১৯৬৯ ক্রিস্টাব্দে স্থাপিত হয় এই অনন্ত বাসুদেব মন্দির । মন্দিরের বাইরে টেরাকোটার অপূর্ব অলঙ্করণ । মন্দিরের গায়ে ১০ মহাবিদ্যা ,হরধনু ভঙ্গ এবং র্যাম রাবনের যুদ্ধ চিত্রিত আছে । ১৮১২ সালে ৫ লক্ষ্য টাকা ব্যয় করে রানী শঙ্করী ৫ লক্ষ টাকা ব্যয় করে জয়পুর থেকে কারিগর এবং চুনার থেকে পাথর এনে এই মন্দির গড়েছিলেন । দেবী এই খানে দক্ষিনা কালির বীজ হংসেশ্বরী – নিমকাঠে তৈরী নীলরঙা চতুর্ভূজা রূপে পূজিত হয় ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...