খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কথিত আছে ১৫৮০ সালে গুপ্তিপাড়ার সেন বাড়িতে এই পুজো শুরু হয় ,রাজা লক্ষণ সেনের সভাপতি দৈত সেনের তথ্যাবধানে ।এখন তার বংশধরেরা এই পুজো করে আসছে । কথিত আছে ১৭৪৪ সালের ৩১ সে আসার দৈতসেনের বংশধর শ্রী রামধন সেন জোড়া শিবমন্দির প্রতিষ্ঠা করেন দুর্গাপূজার ঔজ্জ্বল্য বাড়ানোর জন্য ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...