কালীপুজোর জন্য প্রস্তুত বারাসাত

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  বারাসাত  পুরসভার  চেয়ারম্যান  জানান  কালীপূজোতে দেশ বিদেশের যাত্রীরা যাতে  সুষ্ট  ব্যবস্থাপনা  তে ঠাকুর ও আলোর খেলা দেখতে পায়  তার জন্য বাসের ব্যবস্থা করা হয় । এই ছাড়াও  পুলিশ  ও প্রশাসন কে নির্দেশ দেয়া হয়েছে দর্শনার্থীদের পুরো নিরাপত্তা  ও সহায়তা  করার  জন্য ।অনেক  সরকারি ও বেসরকারি সংস্থা  দর্শনার্থীদের  পুজো দেখাতে  বারাসাত নিয়ে আসে । আসেন  বিদেশী পর্যটক ও তাই  পুরসভা  এই সময়  বারাসাত কে জঞ্জাল মুক্ত করে  পরিষ্কার রাখে । বারাসাতের বিখ্যাত  কালীপুজো হলো ১) কে এনসি  রেজিমেন্ট  ২)পায়োনিয়ার  ক্লাব  ৩) শতদল  ৪) নবপল্লী  সার্বজনীন  ৫) নবপল্লী  ব্যায়াম  সমিতি  ৬) এই ছাড়াও আরো অসংখ্য  ছোট  ও বড় ক্লাব শ্যামাপুজোর আয়োজন করে ।