খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল সল্টলেকের ১৩ নং ট্যাঙ্কের কাছে রাস্তার একধারে বেশ কিছু সময় ধরে জলে ভেসে যায় আশেপাশের রাস্তা ঘাট । পুরসভার সূত্রের খবর নিউটাউন থেকে ঐ এলাকায় পরিশ্রুত পানীয় জল আসে। খুব স্বভাবত পাইপ ফেটে জল বেরিয়ে যাওয়াতেই এই অবস্থার সৃষ্টি হয়। তবে কেন তা হল তা খতিয়ে দেখা হচ্ছে পুরসভার পক্ষ থেকে।