ছবির জগৎ এ আসছে পশমিনা রোশন

 

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক : রাকেশ  রোশনের   ভাই  ঝি  ও  ঋতিক   রোশনের  খুড়তুতো  বোন  পশমিনা  রোশন   বলিউডে  ছবির  জগৎ  এ  পা  রাখতে  চলেছেন।  যদিও  প্রযোজক  রাকেশ  রোশন   তাকে  লঞ্চ  করছেন  না।  তবে  শোনা  যাচ্ছে  নামী   কোন  প্রযোজনা  হাউসই   তাকে  সুযোগ  দিচ্ছে।  তার  দাদা  হৃতিক  রোশন   নাকি  তার  গাইডের  ভূমিকায়  আছেন।  এবং  তাকে  অভিনয়  জগৎ  এ   আনতে তিনি  তাকে  গত  ছ মাস  ধরে  ব্যারি  জনের  অভিনয়  স্কুলে  অভিনয় ও  শিখিয়েছেন।  এর  উপর  তার  থিয়েটার  করারও   অভিজ্ঞতা  আছে।