খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বিজেপি আগামীকাল মহারাষ্ট্রে রাজ্যপালের কাছে দ্বারস্থ হচ্ছে সরকার গঠনের দাবি নিয়ে । আগামীকাল মহারাষ্ট্রে সরকার গঠনের দাবি নিয়ে তারা রাজ্যপালের সঙ্গে দেখা করবেন সকাল ১০ টা ৩০ মিনিট নাগাদ । বিজেপির তরফে তাদের রাজ্য সভাপতি চন্দ্রকান্ত পাটিল যাবেন রাজ্যপালের দেখা করতে সরকার গঠন নিয়ে । আজ এনসিপি প্রধান শারদ পাওয়ার জানিয়ে দেন তারা বিরোধী আসনে বসবেন আর কোনো দলকেই তারা সরকার গঠনে সমর্থন করবে না ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...