খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সুপ্রিম কোর্টের ১ নম্বর ঘরে ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ ১৩৪ বছর ধরে চলা অযোধ্যা মামলার মীমাংসার জন্য রায় দিলেন ১) তারা নির্মোহী আখড়ার দাবিকে খারিজ করেছেন ২) সুন্নি ওয়াক অফ বোর্ড কে ৫ একর জমি দেয়া হোক মসজিদ নির্মাণ করার জন্য ৩)বিতর্কিত জমির ভিতরের অংশ রামলালার ৪) এএসআইয়ের রিপোর্টে বলা হয় যে মন্দির ভেঙে মসজিদ হয়েছে তার কোনো নির্দিষ্ট প্রমান নেই ৫) বাবরের মসজিদ কোনো ফাঁকা জমিতে তৈরী হয়নি ৬) বিতর্কিত জমির ভিতরের অংশ ট্রাস্টের হাতেই থাকবে ৭) মসজিদের নিচের স্থাপত্য ইসলামিক ধাঁচের নয় ৮)সেই জায়গা তে আগেই নির্মাণ ছিল ,অবশেষে রামলালা কে আইনি স্বীকৃতি দিলো সুপ্রিম কোর্ট ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...