কর্তারপুর করিডোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

খবর  ঘন্টায় ঘন্টায়  ওয়েবডেস্ক  : আজ  কর্তারপুর  করিডোরর উদ্বোধনে  পাঞ্জাব  গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদী ,সেইখানে  কর্তারপুর  করিডোর  উদ্বোধন  করে তিনি শিখ  তীর্থযাত্রীদের  গুরু নানকের  জন্মস্থান  যাওয়ার দীর্ঘদিনের স্বপ্নপূরণ করেন । সেইখানে  জনসভায়  বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন  “আলোচনার মাধ্যমেই  কর্তারপুর  করিডোর  চালু করার  জন্য একটি যুগান্তকারী চুক্তি হয়েছে দুই দেশের মধ্যে ” আজ  প্রায়  ৫০০ জন তীর্থযাত্রী  কর্তারপুর করিডোর  দিয়ে দরবার  সাহেব  গুরুদ্বারের  উদ্দেশ্যে  যাত্রা  শুরু করে  গুরু নানকের  ৫৫০ টম জন্মবার্ষিকী  উপলক্ষে ।