অযোধ্যা রায়ের পরে প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া

খবর  ঘন্টায় ঘন্টায়  ওয়েবডেস্ক  :  কর্তারপুর  করিডোর  উদ্বোধন করতে  গিয়ে  অযোধ্যায়  রায়ের  ব্যাপারে  টুইট করে  তার প্রতিক্রিয়া  জানাতে  গিয়ে বলেন  দেশের  সুপ্রিম  কোর্ট অযোধ্যা  নিয়ে রায়  ঘোষণা  করেছে । এই রায়  কে কারুর জয় অথবা  পরাজয় হিসাবে দেখা উচিত নয় । এই সময়ে  রাম  অথবা  রাহিম ভক্তির চেয়ে  ও বেশি আমাদের সকলের  ভারত ভক্তির চেতনা  কে শক্তিশালী করার  দরকার । আমি সকল  ভারত  বাসীর  কাছে শান্তি ,সম্প্রীতি  ও ঐক্য  বজায় রাখার আবেদন করছি ।