অযোধ্যার রায় নিয়ে কংগ্রেসের প্রতিক্রিয়া

খবর  ঘন্টায় ঘন্টায়  ওয়েবডেস্ক  :  দীর্ঘদিন ধরে চলা অযোধ্যা মামলা নিয়ে এক ঐতিহাসিক  রায় দিলেন  আজ সুপ্রিম কোর্টের  প্রধান নেতৃত্বধীন বেঞ্চ । কংগ্রেস দলের  মুখ্যপাত্র সাংবাদিক সম্মেলন  করে বলেন  কংগ্রেস এই সিদ্ধান্তের  পক্ষে ,তবে এই রায়ের ফলে  বিজেপির রাজনীতি করার দরজা বন্ধ হয়ে গিয়েছে  বলে দাবি করেন তিনি । তিনি আরো বলেন  কংগ্রেস এই রায়ের  পরিপ্রেক্ষিতে দেশবাসির কাছে আবেদন করছে শান্তি এবং সম্প্রীতি  বোঝায়  রাখার যাতে দেশের অখণ্ডতা  নষ্ট না হয় ।