বুল বুল নামটি কিভাবে এলো

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  ভয়ানক   ঘূর্ণিঝড় আর  কিছুক্ষনের মধ্যেই আছড়ে পড়তে চলেছে সাগরদ্বীপ এবং সুন্দরবন সংলগ্ন অঞ্চলে । এত  বড়  ভয়ানক  ঝড়ের  এত  সুন্দর নাম  কে রাখলো ? ভারত মহাসাগরের  উত্তরাঞ্চলে  উদ্ভূত  ট্রপিকাল  সাইক্লোনের  নামের একটি তালিকা  ভারত  পাঠিয়ে দে আঞ্চলিক  কমিটির কাছে ,যাতে আছে শ্রীলঙ্কা ,বাংলাদেশ ,পাকিস্তান ,ময়নামার ,থাইল্যান্ড  প্রভৃতি দেশ ,ওই কমিটি বেঁচে নেয় নাম । এই  বার  ঝড়ের  নাম  “বুল বুল ” বেছে  নিয়েছে  পাকিস্তান ।