অযোধ্যা রায়ের পরে মুখ্যমন্ত্রীকে ফোন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর

খবর ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :   গতকাল  অযোধ্যা  রায়ের পরে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ  সব রাজ্যের  মুখ্যমন্ত্রীকেই  শান্তি  ও সম্প্রীতি রক্ষার  জন্য সরকারের দায়িত্ব পালনে  অনুরোধ  করেন ,তিনি একই সঙ্গে  মুখ্যমন্ত্রী  মমতা  বন্দ্যোপাধ্যায়  কে ফোন করেন  ,তিনি ফোনে  জানান সরকার  তার দায়িত্ব পালন করছে  তবে  রাজনৈতিক  দলগুলিকেও  শান্তি  রক্ষায় অগ্রগনি  হতে  হবে । মুখ্যমন্ত্রী ও শাহ  ও অনুরোধ  করেন ,রাজনৈতিক  দলগুলি যেন  কোন প্ররোচনামূলক  কাজ  না করেন তিনি যেন  সেটা দেখেন ।