খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কলকাতার গিরিশ পার্কের কাছে অবস্থিত রাম মন্দির অযোধ্যা রায়ের দিনেও থাকলো উচ্ছাসহীন হয়ে । মন্দির খোলা অথবা বন্ধ করা অথবা প্রসাদ বিতরন হোক সব কিছু চললো নিয়ম মেনে । সেই খানে ঠাঁই পেলো না অতি উৎসাহী ভক্ত বা আরএসএস য়ের কর্মকর্তাদের মাত্রা তিরিক্ত অনুরোধ। বিকেল ৫ টা তে মন্দির খুললে পরে আরএসএসয়ের কর্মকর্তারা পুজো দিলেন আরো পাঁচজনের মতোই ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...