খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল বৃষ্টিস্নাত যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের লীগের খেলায় এটিকে হারালো জামশেদপুর কে ৩-১ গোলে । বুলবুল ঘূর্ণিঝড়ের আতঙ্ক থাকা সত্ত্বেও প্রায় ১০ হাজার দর্শক খেলা দেখতে এসেছিলো । প্রথম অর্ধ গোলশুন্য থাকার পরে দ্বিতীয় অর্ধে আক্রমণ সানায় এটিকে । ম্যাচের ৫৭এবং ৬৯ মিনিটে রয় কৃষ্ণা কে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দেন এটিকে কে । ৮৫ মিনিটে ব্যবধান কমান জামশেদপুরের কাস্তেল এবং সংযুক্ত সময়ে গোল করেন এটিকের এডুগার্সিয়া । ৯ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষে এটিকে ।