খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ নাগপুরের জামথা স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় টি ২০ ম্যাচ খেলার আগে রেকর্ড ৪০০ সংখ্যক ছক্কা মারার সদস্য হতে রোহিত শর্মার দরকার আর মাত্র দুটি ছক্কা । সব ফরম্যাটের ক্রিকেট মিলিয়ে তার ছক্কা মারার সংখ্যা হলো ৩৯৮। তার আগে মাত্র দুইজন ক্রিকেটার এই ক্লাবের সদস্য আছেন ১) ক্রিস গেইল যার ছয়ের সংখ্যা (৫৩৪) ২) শহীদ আফ্রিদি যার ছয়ের সংখ্যা (৪৭৬)।
রাজ্য
মুখ্যমন্ত্রীর খেলা ধরে ফেললেন বিরোধী দলনেতা
সম্প্রতি কলকাতা তে মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদে বিজেপি যুব মোর্চা মিছিল করলো নেতাজির বাড়ি থেকে শ্যামাপ্রসাদের বাড়ি অব্দি । এই মিছিলের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা...