সুপার ওভারি জিতে বাজিমাত করলো ইংল্যান্ড

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  অকল্যান্ডে  আয়োজিত  নিউজিল্যান্ড  ইংল্যান্ড  টি২০ সিরিজে  ফিরে  এলো বিশ্বকাপের  স্মৃতি । সুপার  ওভারে  বাজিমাত  করে  টি ২০ সিরিজ  জিতলো এঔন  মরগানের ইংল্যান্ড । গতকাল  নিউজিল্যান্ডের  মুখোমুখি  হয়েছিল ইংল্যান্ড । কিন্তু  বৃষ্টি  থাবা  বসায়  খেলার  উপরে । ২০ ওভারের  পরিবর্তে ম্যাচ নেমে দাঁড়ায় ১১ ওভারে । নিউ জিল্যান্ড  ১১ ওভারে ১৪৬ রানের টার্গেট দেয়  ইংল্যান্ড কে  শেষ অব্দি ব্যাট  করতে নেমে অন্তিম  বলে টাই  করে  ইংল্যান্ড । নির্ণায়ক সুপার  ওভারে ১৭ রান তোলে ইংল্যান্ড  এবং পরাজিত হয় নিউজিলান্ড ।