খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল অযোধ্যা রায়ের পরে কোথাও শান্তি ও সম্প্রীতির বিগ্ন ঘটেনি । যা তুলে ধরেছে আসল ভারতের শাশ্বত চিত্র । কেউ আবেদন করুক আর নাই করুক দেশের লোক যে শান্তিতে থাকতে চায় মামলার রায় দানের পরে এই চিত্রটি ধরা পড়লো । রাম মন্দির নির্মাণের জন্য আসামের ২১ টি মুসলিম সংগঠন একত্রিত হয়ে ৫ লক্ষ্য টাকা দান করবেন মন্দির কর্তৃপক্ষের হাতে ,বলে জানালেন আসামের মুসলিম সংগঠনের জন ঘোষ্ঠীর সম্বনয় পরিষদের মুখ্য আহবায়ক মোমিনুল আওয়াল ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...