খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ কর্তারপুরে হাই প্রোফাইল জাটাতে রওয়ানা দেয়ার আগেই পাকিস্তানের বিরুদ্ধে তোপ দাগলেন । তিনি বলেন “কাশ্মীরে ওরা আমাদের সেনাদের হত্যা করেছেন আর এখন নজর দিচ্ছে পাঞ্জাবের দিকে । আমি এই বিষয়ে ওদের বার বার সতর্ক করেছি ।পাঞ্জাব অথবা কাশ্মীর কোথাও তারা তাদের এই অসাধু অভিসন্ধি কার্যকর করতে পারবে না । তিনি বলেন পাঞ্জাবিরা বীর তারা হাতে চুরি পরে নেই ,কোনো রকম নাশকতা ঘটানোর আগে পাকিস্তান কে এই বিষয়টি মনে রাখতে হবে ।”
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...