খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :গতকাল সিকিম গভর্নস কাপের সেমিফাইনালে পালজোর স্টেডিয়ামে তারা পরাজিত করেন সিকিম পুলিশ দলকে ১-০ গোলের ব্যবধানে। মহামেডানের হয়ে ২৭ মিনিটে গোল করেন বিদেশী খেলোয়ার চার্লস এচ । মঙ্গলবার ফাইনালে মহামেডান খেলবে সিকিম হিমালয়ান এফ সির বিরুদ্ধে।গতকাল খেলার মাঠে হাজির ছিলেন প্রাক্তন ভারত ফুটবল দলের অধিনায়ক বাইচুং ভুটিয়া।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...