খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :দেশ জুড়ে চলা আর্থিক মন্দার মধ্যেও পণ্য পরিবহনে রেল বোর্ড এর ধার্য্য করা লক্ষ্যমাত্রা অতিক্রম করল দক্ষিণ পূর্বরেল।দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানা যায় লক্ষ্যমাত্রার চেয়েও এর পরিমান প্রায় ৪৫ লক্ষটণ বেশী ।চলতি আর্থিক বৎসরে এপ্রিল থেকে অক্টবর মাসের মধ্যে ৯ কোটি ৬১ লক্ষ্য টন পণ্য পরিবহন করেছে দক্ষিণ পূর্ব রেল। যা থেকে রেলের যায় হয়েছে প্রায় ৮,১০০ কোটির ও বেশী টাকা।