প্রকাশিত হল আমির ও করিনার লুক

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: শত  প্রচেষ্টার  পরও    চেপে রাখা  গেলনা  আমিরখান ও করিনা  কাপুর  অভিনীত  ” লাল সিংহ  চাড্ডা ”   ছবির  দুই  অভিনেতা  ও  অভিনেত্রীর  লুক।আমির  খানের  বিগ  বাজেটের  ছবিটির  শুটিং  চলছে  অতি   সাধারণ  পোশাকেই  কাহিনী  চরিত্র  হয়ে  উঠেছেন  করিনা  কাপুর। ”উড়তা  পাঞ্জাব ” ছবিতে ও এমন সাধারণ  লুকে  দেখা  গিয়েছিল  তাকে । অন্য  দিকে  মাথায়  পাগড়ী,  হাতে  কড়া,  উঁচু   করে বেল্ট  বাধা,  এক  গাল   দাড়ি ,  পায়ে  স্নিকার  পরা  আমির    লুক  দেখে  দর্শকরা  অভিভূত।