গোলাপী বলে সমস্যা হবেনা – পূজারা

India's Cheteshwar Pujara celebrates scoring a century during the first day's play of the first test cricket match between India and Sri Lanka in Galle, Sri Lanka, Wednesday, July 26, 2017. (AP Photo/Eranga Jayawardena)

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: আগামী  ২২  শে   নভেম্বর  ভারত –  বাংলাদেশের  মধ্যে  প্রথম  দিন ও  রাতের  টেস্ট  গোলাপী   বলে  খেলা  হবে। ভারতের  ব্যাটসম্যান   চেতেশ্বর  পূজারা  কোকাবুরার গোলাপী   বলে  খেলার  অভিজ্ঞতা  আছে দলীপ ট্রফিতে ২০১৬  সালে । তিনি  সেই  খেলায়  সর্ব্বাধিক   রান    করেছিলেন (৪৫৩)আর তার   মধ্যে  ছিল  অপরাজিত ২৫৬  । তিনি    বলেন   ঠিক  সন্ধের  সময়ই  গোলাপী   বলে   খেলতে অসুবিধা  হয়।  তবে ঠিক  করে  অনুশীলন   করলে কোন  অসুবিধা  হওয়ার   কথা নয় ।