সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করেই ঢুকতে দেয়া হলো না সব বয়েসী মহিলাদের

খবর ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  সুপ্রিম  কোর্ট  সবরীমালা মন্দিরে ঢোকার  ব্যাপারে  সব বয়েসী  মহিলাদের  ক্ষেত্রেই স্থিতবস্তা বোঝায়  রাখার  জন্যই  নির্দেশ দিয়েছিলো । কিন্তু  কেরল  পুলিশের  মহিলা  আধিকারিক  রা সবরিমালা মন্দিরে ঢোকার  ৫ কিমি আগেই  বেসক্যাম্প  থেকে অন্ধ্রপ্রদেশ থেকে আসা  ৯ জন  মহিলা  পুনার্থীকে সবরিমালা  মন্দিরে ঢোকার  রাস্তায়  তাদের আটকে দেন ।পুণ্যার্থীরা  দুঃখ  করে  বলেন সুপ্রিম  কোর্টের  নির্দেশ থাকা সত্ত্বেও  আমাদের  মন্দিরে ঢুকতে দিলো না  পুলিশ।