খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ইডেনে গোলাপি বলের টেস্ট কে স্মরণীয় করে রাখতে চাইছে সিএবি । শুধু স্টেডিয়ামের ভিতর নয় সারা শহর কেই গোলাপি আলোয় মুড়ে দেয়ার উদ্যোগ শুরু হয়েছে । পুরসভার এবং ব্যক্তিগত উদ্যোগে শহর সেজে উঠবে গোলাপি আলো এবং রঙে । মোহরকুঞ্জের বিশাল বাগান থেকে শহরের সব থেকে উঁচু বাড়ি দি ৪২ সাজানো হচ্ছে গোলাপি আলোর মালায় । গ্রান্ড হোটেল ও পার্ক স্ট্রিটের সামনের যে বাগান রাস্তা কে দুইভাগে ভাগ করে রেখেছে সেইখানে লাগানো হচ্ছে গোলাপি বাল্ব ।
রাজ্য
মুখ্যমন্ত্রীর খেলা ধরে ফেললেন বিরোধী দলনেতা
সম্প্রতি কলকাতা তে মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদে বিজেপি যুব মোর্চা মিছিল করলো নেতাজির বাড়ি থেকে শ্যামাপ্রসাদের বাড়ি অব্দি । এই মিছিলের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা...