খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : একটি সর্বভারতীয় দৈনিক কে দেয়া সাখ্যাতকারে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান যে আগামী মার্চেই দেনার দায়ে জর্জরিত দুই রাষ্ট্রায়াত্ব সংস্থা এয়ার ইন্ডিয়া এবং ভারত পেট্রো,লিয়াম কর্পোরেশন কে বিক্রি করে দেয়া হবে । তিনি বলেন ৫৮,০০০ হাজার কোটি টাকা দেনার ভারে ঝুঁকে পড়া এয়ার ইন্ডিয়া কে কিনতে অনেক কোম্পানি ইচ্ছুক বলে জানান সীতারমন । এই মাসের শুরুতেই কোম্পানির চেয়ারম্যান কর্মীদের খোলা চিটিতেই জানান এতে কর্মীদের ভালো হবে ।