দার্জিলিংয়ে বন্ধ হয়ে টয় ট্রেনের জয় রাইড

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :ঠিকাদার  ও মজদুর দের  ঝামেলার জেরে দার্জিলিং হিমালয়ান  রেলওয়ে  তে  কয়লার  যোগান বন্ধ হয়ে গিয়েছে ফলত ১১ ই  নভেম্বর  থেকে স্টিম  ইঞ্জিনের জয়রাইড  চলছে না শৈল শহরে । দেশি -বিদেশী  পর্যটকেরা  টয় ট্রেনে  ওঠার  জন্য এসে  হতাশ  হয়ে ফিরে যাচ্ছেন । ৬ দিনেও সমস্যার সমাধান না হওয়াতে  রেল  কর্তৃপক্ষ কি ভাবছেন সেটি জানা  যাচ্ছে না ।মজদুর নিয়ে সমস্যাই  এর আসল কারণ ।