খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :ঠিকাদার ও মজদুর দের ঝামেলার জেরে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে তে কয়লার যোগান বন্ধ হয়ে গিয়েছে ফলত ১১ ই নভেম্বর থেকে স্টিম ইঞ্জিনের জয়রাইড চলছে না শৈল শহরে । দেশি -বিদেশী পর্যটকেরা টয় ট্রেনে ওঠার জন্য এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন । ৬ দিনেও সমস্যার সমাধান না হওয়াতে রেল কর্তৃপক্ষ কি ভাবছেন সেটি জানা যাচ্ছে না ।মজদুর নিয়ে সমস্যাই এর আসল কারণ ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...