হাসনাবাদে বিপুল পরিমানে ত্রাণ বিলি

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : মুখ্যমন্ত্রীর  নির্দেশিত পথেই হাসনাবাদের  বিডিও  নিজে  দাঁড়িয়ে থেকে  হাসনাবাদ ব্লকের বরুন হাট  পঞ্চায়েতে  বুলবুল  ঝরে ক্ষতিগ্রস্থদের  মধ্যে ত্রাণ  বিলি করলেন । উপস্থিত  ছিলেন জেলা  পরিষদের এবং  পঞ্চায়েত সমিতির কর্তা  ব্যক্তিরা  বিডিও  তথ্যাবধানে ৭৬২ জন লোকের  হাতে ত্রাণ  সামগ্রীর প্যাকেট  তুলে দেয়া হয় । তাতে  ছিল ১২ কেজি চাল , ১.৫ কেজি  ডাল , ৫ কেজি আলু  ২টি বিস্কুটের  প্যাকেট মুড়ি  বেবি  ফুড  ও ত্রিপল ।