খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল বালা সাহেব ঠাকরের সপ্তম মৃত্যু দিবসে তার প্রতি শ্রদ্ধা জানাতে প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফরানবিশ পঙ্কজ মুন্ডে এবং বিনোদ তাওড়ে কে সঙ্গে নিয়ে শিবাজী পার্কে গিয়েছিলেন বালা সাহেবের মূর্তিতে মাল্যদান করতে ও তাকে শ্রদ্ধা জানাতে । ফরানবিশ তার টুইটে জানান বালাসাহেব আমাদের আত্মবিশ্বাসের গুরুত্ববুঝিয়েছিলেন ।ফরানবিশের শিবাজী পার্কে যাওয়া ও মাল্যদান শিবসেনার প্রতি বার্তা পাঠানোর একটা অংশ বলে মনে করছেন অনেকে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...