খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত ৫ ই অগাস্ট উপত্যকায় নিষেধাজ্ঞা জারি হওয়ার পর থেকে শ্রীনগর বানিহাল ট্রেন চলাচল বন্ধ ছিল । গতকাল সকাল বেলায় ধু ধু বরফ কে চারপাশে রেখে বানিহাল থেকে যাত্রী বোঝাই ট্রেন পৌছালো শ্রীনগরে । তার ফলে শ্রীনগরে কর্মরত ,বহু হাসপাতাল কর্মী নার্স ডাক্তার ছাত্র -ছাত্রী ব্যবসায়ী ,অনেকেই প্রচুর উপকার হলো । ভারতের রেল মানচিত্রেও এই রেল লাইনটি কাশ্মীর উপত্যকা লাইফ লাইন ও বলা চলে ।