খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পথ দুর্ঘটনা নিউ টাউনের আর পিছু ছাড়ছে না । রবিবার দুপুরে উনিটেক ২ কাছে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি মোটরবাইক ও দুটি গাড়ি তে । তার পরে সেটি উঠে যায় ডিভাইডারের উপরে । লরির ধাক্কার জেরে তিনটি গাড়ি রাস্তার ধারে বন্ধ দোকানে ধাক্কা মারে ।এতে সৃষ্টি হয় যানজটের। হতাহতের কোনো খবর নেই । পুলিশের অনুমান লরিটি ব্রেক ফেল করাতেই এই দুর্ঘটনা ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...