খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আর্থিক সংকটের হাত থেকে বাঁচতে কেন্দ্রের কাছে ত্রাণ প্রকল্পের আর্জি জানাচ্ছে এয়ারটেল ,ভোডাফোন ,আইডিয়া । একই যুক্তি তে এই বার থেকে তারা মোবাইল পরিষেবার মাশুল বাড়ানোর আর্জি জানালো কেন্দ্রের কাছে । তারা জানালো বর্তমান মাশুল তাদের কাছে লাভজনক নয় । তাই তা বাড়ানো হবে ডিসেম্বর মাস থেকে ।