অনুর্দ্ধ ১৭ বিশ্বকাপ জিতলো ব্রাজিল

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : নাটকীয়  ভাবে ২০১৯ সালের  অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের মূলপর্বে  যোগ্যতা  অর্জনে  ব্যর্থ  ব্রাজিল ই শেষ  পর্যন্ত  অনূর্ধ্ব  ১৭ যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন  হলো । শেষ  মুহূর্তে আয়োজক  দেশ পেরু সরে  দাঁড়ানোতেই  ব্রাজিল মূল পর্বে  খেলার সুযোগ পায় । রবিবার রাতে  ব্রাসিলিয়াতে  রুদ্ধশ্বাস  ম্যাচে  মেক্সিকোকে তারা  হারায় ২-১ গোলে ।সারা খেলায় অপরাজিত থেকে তারা চতুর্থ বারের জন্য এই খেতাব ঘরে তুলে আনলো । সংযুক্ত সময়ে ল্যাজিওর  করা  গোলে ব্রাজিল জয় ছিনিয়ে নেয় ।