খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে আমরণ অনশনের আন্দোলন কে সমর্থন করতে আজ সল্ট লেকে আন্দোলন রত শিক্ষকদের সাথে দেখা করলেন কবি মন্দ্রাক্রান্তা সেন । তিনি বলেন এই রাজ্যে পঞ্চায়েত সদস্য ও বিধায়কদের বেতন বারে অথচ প্রয়োজন থাকা সত্ত্বেও সরকার এই দিকে নজর দিচ্ছে না । তিনি বলেন শিক্ষক দের সন্মান দেয়া হচ্ছে না ,আমি পার্শ্ব শিক্ষকদের এই লড়াইয়ে তাদের পাশে আছি । খেলা ও মেলায় টাকা না দিয়ে এদের টাকা দিন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...