মমতার আক্রমণের বিরুদ্ধে মুখ খুললেন ওয়াইসি

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : গতকাল  কোচ  বিহারের কর্মিসভায়  হায়দ্রাবাদের মুসলিম নেতার  নাম না করে ওয়াইসির  নাম  না করে  বলেন  “সংখ্যালঘুদের মধ্যেও  কট্টর  পন্থা  বেরিয়ে এসেছে । বিজেপির  থেকে এরা  টাকা  নেয় । এদের  বাড়ি  হায়দ্রাবাদে  এরা  উত্তর বঙ্গে  বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের  নিরাপত্তার  আশ্বাস দিয়েছে । মমতার এই উক্তির বিরুদ্ধে  ওয়াইসি  পাল্টা অভিযোগ করে বলেন বাংলার সংখ্যালঘুদের যে কোনো উন্নয়ন হয়নি এটা  বলার জন্য  কোনো  ধর্মীয় উগ্রপন্থার দরকার হয় না ।