২৬ সে নভেম্বর নিয়ে রাজ্য ও রাজ্যপালের মধ্যে সংঘাত

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :আগামী ২৬ নভেম্বর হচ্ছে সংবিধান  প্রণয়ন দিবস । এই দিবস  পালন  নিয়ে নবান্ন  ও রাজ্যপালের  মধ্যে  নতুন  করে বিরোধ  শুরু  হয়েছে । রাজ্য সরকারের  আহবানে  আগামী ২৬ ও ২৭ সে নভেম্বর  বিধানসভায়  দুই দিন  বিশেষ  অধিবেশন ডাকা  হয়েছে সংবিধান  প্রণয়ন  কে ঘিরে ।মঙ্গলবার  সরকারের তরফে ওই ঘোষণার কয়েক ঘন্টার  মধ্যেই  রাজ্যপাল  জগদ্বীপ ধনকার  টুইট  করে জানান  ওই দিন রাজভবনে সংবিধান  দিবস  পালিত  হবে ।মুখ্যমন্ত্রী  ও  প্রধান বিচারপতি  কে অনুষ্ঠানে  থাকার জন্য অনুরোধ  করা  হয়েছে ।