ব্যাঙ্ক আমানতে সুরক্ষা নিয়ে সওয়াল কর্মী ইউনিয়নের

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রিজার্ভ  ব্যাঙ্ক  এর  কর্মী ইউনিয়ন  ব্যাঙ্ক  গ্রাহকদের  জমা  থাকা  আমানতের  উপর  বীমার  সুরক্ষা  পোক্ত করার  দাবি  তুলল। তাদের  অভিযোগ  , এ  ব্যাপারে  বিশ্বের  অনান্য   বহুদেশের  থেকে  পিছিয়ে  ভারত। তাই  গ্রাহকদের  স্বার্থ  রক্ষার  প্রশ্নে  এ  দেশের  নূন্যতম  ১০  লক্ষ  টাকা  পর্যন্ত্য  ব্যাঙ্ক  জমাকে  বীমার  আওতায়  আনার  সওয়াল   করেছে  ইউনিয়ন  কর্তারা।