খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : লতা মঙ্গেশ কর এর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। বর্তমানে আই সি ইউতে রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে মঙ্গলবার বলা হয় ” তার অবস্থার উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। হাসপাতাল কর্ত্তৃপক্ষ ওদের পরিবারের ব্যাক্তি পরিসরকে সম্মান জানানর কথা বলেন ”। উল্লেখ্য শ্বাসকষ্ট জনিত রোগে রবিবার থেকে মুম্বাইয়ের হাসপাতালে তিনি ভর্ত্তি আছেন।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...