খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : নদীয়ার করিমপুরেউপ-নির্বাচনে বিজেপির প্রচার চলাকালীন তৃণমূলের গুন্ডারা বিজেপীর প্রচার সভায় হামলা চালিয়েছে বলে অভিযোগ। মঙ্গলবার সন্ধ্যায় আনারপাড়া দোগাছির আনাজ হাটে ঘটনাটি ঘটে । অভিনেত্রী রিমঝিম মিত্র ও রূপাঞ্জনা মিত্র যখন সভায় ছিলেন তখন ঘটনাটি ঘটে। ঝিমঝিমের র অভিযোগ প্রচার চলাকালীন কিছুলোক সভায় ঠুকে গালাগালি ও অশোভন আচরণ করেন। বিজেপীর নদীয়া উত্তরের সভাপতি এর জন্য তৃণমূল কে দায়ী করেন।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...