খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :শ্রী লঙ্কার ক্রিকেট টিমের অন্যতম পেসার লাসিথ মালিঙ্গা অবসর নিয়ে বলেন ” যদি আগামী টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ভালভাবে খেলতে পারি তবে অবসর নিয়ে নতুন করে ভাবব ”।তিনি বলেন শরীর এখনও সায় দিচ্ছে। মনে হচ্ছে এখনও কম করে বৎসর দুই খেলতে পারব।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...