অবসর নিয়ে দ্বিধায় মালিঙ্গা

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :শ্রী লঙ্কার  ক্রিকেট  টিমের  অন্যতম  পেসার  লাসিথ  মালিঙ্গা    অবসর  নিয়ে   বলেন  ” যদি  আগামী   টি  টোয়েন্টি  ক্রিকেট  বিশ্বকাপে  ভালভাবে  খেলতে  পারি   তবে     অবসর  নিয়ে   নতুন করে  ভাবব   ”।তিনি  বলেন  শরীর  এখনও   সায়   দিচ্ছে।  মনে হচ্ছে  এখনও     কম করে  বৎসর  দুই  খেলতে  পারব।