খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :ভারতের টেস্ট দলের উইকেট কিপার ঋদ্ধিমান সাহা বলেন ” গোলাপী বলে মহম্মদ শামি কতটা ভয়ঙ্কর তার প্রতক্ষ্য দর্শী আমি ”প্রসঙ্গত উল্লেখ্য ২০১৬ সালে সি এ বি সুপারলীগের ফাইনালে মোহনবাগান হয়ে গোলাপী বলে একই সাত উইকেট নেন তিনি। উইকেট কিপার ছিলেন ঋদ্ধিমান সাহা , প্রতিপক্ষ ছিল ভবানীপুর । ব্যাটস ম্যানদের ব্যাট ও পায়ের ফাঁকা এর মধ্য দিয়েই তিনি বল গলিয়ে দেন উইকেটে।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...