গোলাপী বলে শামি ভয়ঙ্কর – ঋদ্ধিমান

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :ভারতের  টেস্ট  দলের  উইকেট  কিপার  ঋদ্ধিমান  সাহা  বলেন  ”  গোলাপী   বলে  মহম্মদ  শামি   কতটা  ভয়ঙ্কর   তার  প্রতক্ষ্য  দর্শী  আমি ”প্রসঙ্গত  উল্লেখ্য  ২০১৬ সালে  সি  এ  বি  সুপারলীগের  ফাইনালে  মোহনবাগান  হয়ে  গোলাপী   বলে  একই  সাত  উইকেট  নেন  তিনি। উইকেট  কিপার  ছিলেন  ঋদ্ধিমান  সাহা , প্রতিপক্ষ  ছিল  ভবানীপুর । ব্যাটস   ম্যানদের   ব্যাট   ও পায়ের   ফাঁকা   এর  মধ্য  দিয়েই  তিনি  বল  গলিয়ে  দেন  উইকেটে।