ঘোষিত হলো ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতের ১৫ সদস্যের ওয়ান ডে ও টি ২০ দল

CRICKET CENTRE BUILDING, MUMBAI ---PIC : KALYAN CHAKRAVORTY

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : ভারত  ওয়েস্ট  ইন্ডিজের  বিরুদ্ধে  ঘরের মাঠে  তিনটি টি  ২০ ও তিনটি ওয়ান  ডে  ম্যাচ  খেলবে । টি ২০ গুলি হবে ৬-৮ এবং ১১ ডিসেম্বর  যথাক্রমে  মুম্বাই ,ত্রিভান্দ্রাম  এবং  হায়দ্রাবাদে । তিনটি  ওয়ান  ডে  হবে ১৫-১৮ -২২ সে ডিসেম্বর  যথা  ক্রমে  চেন্নাই ,ভিসাকপাটনাম  এবং  কটকে ।টি ২০ দলে ফিরলেন কোহলি ,সামি  এবং ভুবনেশ্বর কুমার এবং ওয়ান  ডে  দলে  ফিরলেন শিভম  দুবে  এবং কুলদ্বীপ  যাদব ,উইকেট কিপার হিসাবে ঋষভ  থাকবেন ।