গোলাপি বল নিয়ে কঠিন পরীক্ষায় পড়বেন ব্যাটসম্যান ও উইকেটকিপার – ডিকওয়ালা

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  শ্রীলঙ্কার  উইকেটকিপার  কাম  ব্যাটসম্যান  ডিকওয়ালা  ইতিমধ্যেই  তিনটি  টেস্ট  খেলে  ফেলেছেন  যার  মধ্যে  দুটি  তে  তিনি  হাফ সেঞ্চুরি  করেছেন । তার অভিজ্ঞতা  তে  তিনি বলেন  গোলাপি  বলটা  সিমে  পরার  পরে হাওয়া তে  একটু  কেঁপে যায়  বলের  গতিপথ  পরিবর্তিত  হয় । তিনি  বলেন  ব্যাটসম্যান  ভাবলো  বল  টা  এই লাইনে  সুইং  করবে সেই মত  তিনি ব্যাট টা  পাঠালেন  লাইনে  কিন্তু বলটা  হটাৎ করে একটু কেঁপে গিয়ে  স্লিপ  অথবা  উইকেট কিপারের হাতে চলে যায় ,উইকেটকিপারের  ও বল বুঝতে সমস্যা হয় ।