পরিত্যক্ত ভবন মশার আঁতুরঘর

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  পোস্তা  থানার  লাগোয়া একটি পরিত্যক্ত  ভবনের  দোতালা  বাড়িতে  জমা  আবর্জনা  প্লাস্টিক  এবং অল্প  বৃষ্টি  তে জলজমে  ডেঙ্গি  মশার লার্ভা  জন্মানোর জন্য একেবারে আদর্শ  পরিবেশ তৈরী হয়েছে । চলতি  মরশুমে পোস্তা  থানার  পুলিশ  কর্মীরা  বার বার  মশাবাহিত  রোগে  আক্রান্ত  হচ্ছে বলে অভিযোগ । ম্যালেরিয়া  ও জ্বরে  আক্রান্ত  হয়ে অনেক  পুলিশ  কর্মীকে  হাসপাতালে  ভর্তি হতে  হয়েছে ,এবং তিন পুলিশ  কর্মী ডেঙ্গিতে  আক্রান্ত  হয়ে বর্তমানে বাড়িতে চিকিৎসাধীন |বন্দর  কর্তৃপক্ষ কে  বাড়িটি সাফাইয়ের জন্য বার বার থানা  থেকে বলা  হয়েছে ।